না
কোনো পরকীয়া চাইনি
একটা যন্ত্রণা চাইছি তোমার কাছে
দেবে আমায়?
দুষ্টুমিষ্টি একটা লম্বা প্রেমের পর
শুরু হলো একসঙ্গে বসবাস
সামাজিক নিয়ম মেনে, আর পাঁচজনের মতো।
একটা মিঠে ভালোলাগা ঘিরে থাকতো সবসময়
যন্ত্রণাও আসতো কালবোশেখি ঝড়ের মতো
ওলটপালট করে দিতো সব কিছু
তারপর; তার হিমেল হাওয়ায় প্রাণটা জুড়িয়ে যেতো!
হারমোনিয়ামের ধুলো ঝেড়ে- বসতুম দুজনে।
ঘরসংসার- সন্তান- সামাজিকতা
সব চলে গতানুগতিকতায়
সোমবার থেকে রবিবার আসে একই নিয়মে...
শান্ত জীবন চলে ঘড়ির কাঁটা ধরে
শান্তি কখনো কখনো এত বিশ্রীও হয়!
এত একঘেয়ে!
হাঁফ ধরে যায়...
ভেতরটা ককিয়ে ওঠে যন্ত্রণাহীন ঘুণপোকায়
খুঁজে মরি তোমার মধ্যে সেই মানুষটিকে
যে আমায় অন্তত যন্ত্রণা দেবে!
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হবো
তারপর; প্রলেপের মতো ফিরে আসবে
গতানুগতিকতার ভিড়ে হারিয়ে যাওয়া
আমাদের দুষ্টুমিষ্টি সম্পর্কটা!
না
কোনো পরকীয়া চাইনি
একটা যন্ত্রণা চাইছি তোমার কাছে
দেবে আমায়?