মধুগন্ধের লোভ দেখিয়ে দেখিয়ে
ফাঁদ পেতে রাখে
চটচটে আঠায় আটকে পিষে মারে চারদিকে ঘিরে ধরে
আপাতনিরীহ গাছও সাজানো টোপে হিংস্র পতঙ্গভুক
মৃত্যুডাক কী রমণীয়! কত মোহময়!
উপেক্ষা করতে পারি নি
ভেঙে গেছে আমার যাবতীয় প্রতিরোধ
নতজানু আমি তোমার অমোঘ আকর্ষণে
ভেবেছিলাম নিবেদিত প্রেম;
মাপা অভিনয়ে খুঁত ছিল না এতটুকুও
ভুল ভাঙল যখন;
চেয়ে দেখি, ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গেছে একে একে