এমনিতে পঙ্গপাল কিন্তু
জোট বাঁধে না,
বরং বেশ নিষ্ক্রিয়
নির্জীব খড়ের মতো পড়ে থাকে, একা একা

দীর্ঘ উপোসী অনাবৃষ্টি
কিংবা,
ঘাতক মারী বা মন্বন্তর
এমনতরো কোনো ঘোর দুর্যোগ, দুঃসময় ঘনিয়ে এলেও
তবু সে,
তেমনই পড়ে থাকে, একইরকম নিশ্চল, নির্বিকার মড়ার মতো

তারপর
নরম মাটির বুকে
দামাল বৃষ্টি ঝাঁপিয়ে এলে;
ভরন্ত যুবতীর মতো ঢলোঢলো
একবুক সোনার ফসলে, ক্ষেত ভরে এলে;
জেগে ওঠে তাদের
সর্বস্ব লুটে নেওয়ার আদিম প্রবণতা;
দুরাচারের আদি নেশায়
লালসার লোল জিভটা লকলক করে ওঠে,তখন
তখনই, ধারালো নখগুলো বের হয়ে আসে আস্তিনের তলা থেকে-

যুথবদ্ধ হয় তারা, তক্ষুণি
পালে পালে দল বেঁধে জোটবদ্ধ হয়, তৎক্ষণাৎ
নিকষ কালো হিংস্র মেঘদলের মতো

দুরাচারীর দল
পাপাচারীর দল
চিরকালই,
ওঁত পেতে বসে থাকে
ঘাপটি মেরে,
অসুরক্ষিত ফাঁকার অনুকূল অবস্থানের জন্যে,

তারপর,
অবাধ-একতরফা-একচেটিয়া  ভোগলিপ্সায়
সম্মিলিত আক্রমণের সম্মিলনে বেরিয়ে পড়ে
পৃথিবী ধ্বংস করার অছিলায়, বারবার

আর, গোহারান হেরে পর্যুদস্ত হয়,বারংবার; প্রতিবার-