(শ্রদ্ধেয় এডমিন মহোদয়কে উৎসর্গ করে রচিত)
ভূমিকম্প তছনছ করে দিয়েছে আমার সাজানো জনপদ
বানের জল ডুবিয়ে মেরেছে আমার ক্ষেত ভরা ফসল
আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ছাই করে দিয়েছে
আমার মাথা গোঁজার শেষ সম্বলটুকুও
তবু, মরিনি আমি
মৃত্যুর মাঝে, ধ্বংসের ভেতর দিয়ে, সব তছনছকে তুচ্ছ করে,
আমি তাও জেগে উঠি বারবার;
ক্লান্ত হাতদুটো দিয়ে, শুধু উদ্যমে ভর করে
পণ করি বাঁচবার; আবার,
পলি সরিয়ে আবাদ বুনি; কালো ছাই সরিয়ে ঘর; আবার,
অতঃপর মৃতকাণ্ড পল্লবিত হয়ে ওঠে
আশায় আশায় ডানা মেলে রঙিন হয় পৃথিবী...