কোলকাতায় যখন তুমুল বৃষ্টি
মানালিতে তখন বেজায় রোদ
ওই অতবড়ো আকাশ! তবুও,
ভেজাতে পারে না, একসঙ্গে-একসাথে
আমাদের এই ছোট্ট পৃথিবীটাকে!
মনের আকাশ বুঝি আরও বড়ো
পালিয়ে নিস্তার নেই!
পুড়তেই হয়; ঝাঁ ঝাঁ পালা রোদে
ভিজে একশা; অনিচ্ছাতেই!
মনের আঙিনাটি বড্ড ছোটো যে
পালিয়ে আর যাবো কোথায়!