যে পথ চলেছে সামনের দিকে
সেটাই, আবার সটান পিছন পানে!
অভিমুখ পাল্টে দিলেই হল!
কেমন একটা হয়ে গেল না!
আজকাল আর ভরসা করতে পারি না, অন্য কাউকে
চোখ বুজে বিশ্বাস করার সেই পরম নির্ভরতা
নির্ভর করার সেই আশ্বস্ত বিশ্বস্ততা
কোথায় হারিয়ে গেল যেন!
মিলিয়ে গেল কোন হাওয়ায়! সেই নিরুদ্বেগ নির্ভার নিশ্চিন্ত জীবনযাপন
বিশ্বাসের আত্মা, বিশ্বস্ত শরীর পরিত্যাগ করে
সন্দেহের কঙ্কালটাকে ফেলে রেখে গেল শুধু!
সন্দেহ আর অবিশ্বাসের বাতাবরণে
উষ্মতাপের বহিঃপ্রকাশ শুধু;
তাপ শুষে নেওয়ার সহানুভবতা হারিয়ে
চলেছি কোথায় আমরা? কোন অন্ধকার অন্ধকূপে!