নিরন্তর নিবিড় আলাপনে
শাখা আর সবুজপাতা
তবু, ওরা জানলোনা কেউই,
কেমন করে সবুজ,
হলুদ হয়ে ঝরে যায়!
সম্পর্কের ভাঙন; ভাঙনের পাড়...
বোঝা যায়না ঠিক!
আজকাল, হেমন্তকালও আর জানান দেয়না;
তার উপস্থিতি-
ঝরে যাওয়া- শুধু, জানান দেয়
শাখার ফাঁকায় ফাঁকায়!