পুকুরের তলদেশে
অন্ধকার জমতে জমতে পাঁকের জন্ম
অতঃপর, চরিত্র নষ্ট হয়ে যায় দুজনেরই;
জলেরও
মাটিরও...
আলো পেলে একটুখানি
ওই জলই তেষ্টা মেটাতে পারতো কতজনের
কত সবুজ ফলাতে পারতো ওই মাটি
অন্ধকার জমিয়ে জমিয়ে বদলে ফেলো না নিজেকে
বরং, মনের কোণের জমাট বাঁধা যত অন্ধকার
সবটুকু ঢেলে দাও পদ্ম বীজের গোড়ায়।
পাঁকের বুক থেকে একরাশ ঘন অন্ধকার
মুখ উঁচু করে আলো দেখুক,
যেমন দেখেছে চিরটাকাল, পদ্মের স্বপ্ন মেখে