পরজন্ম বলে কিছু আছে, কি না? জানা নেই
তবে, সেটা যে একটা ঝাঁ চকচকে, আনকোরা, নতুন
সে বিষয়ে কোন সন্দেহ নেই।
পয়লা বৈশাখও নতুন
তবে, তার গায়ে পুরনোর জের টানা
ভিড় করে থাকে চৈত্রের না পাওয়ারা
গুছোনোর দায় মেটানো নিয়ে হাজির; হাজারো অগোছালোরা।
ভেবে পাই না আমি কোনটা নোবো?
নতুন বছর? না, নতুন জন্ম?
এ জন্মে পাইনি অনেক
তবে, যা পেয়েছি; সবটুকু তো ফেলে দেওয়ার নয়!
সেই পাওয়াগুলো পুঁটুলি বেঁধে বুকের মাঝে বড়ো রাখতে ইচ্ছে করে যে!
আচ্ছা, কি কি পাইনি আমি!যার জন্যে অসুখী?
সুখী হতাম! কি কি পেলে?
তালিকা তৈরি করি। মনোমতো হয় না
ছিঁড়ে ফেলি। আবার... আবার... বারবার
অসম্পূর্ণ রয়ে যায়।
নতুন আসে। তবু, জীবন চলে... যেমনটা চলছিল
একদিন; পুরনো হয়ে যায় নতুনটাও।