আগে,একের বিপদে অন্যেরা ঝাঁপিয়ে পড়ত সাহায্যের হাত বাড়িয়ে। এখনও ঝাঁপায় তবে, মজায়,নির্লজ্জ আমোদে-

আর,দুর্বল হলে তো,নখ বেরিয়ে আসে,হাতের আস্তিন থেকে।
বেরোয়,আক্রমণের সুঁচোলো দাঁতটাও, চওড়া হাসি ভেদ করে-

ছোট মাছ দেখতে পাওয়া যায় না,আর

চুনো-চাঁদা-পুঁটি-মৌরলা, আর যা সব ছিল, ছোট যাবতীয়; যারা চেষ্টা করেছিল টিকে থাকতে, কোনোরকমে,

সহযোগিতার আকালে, প্রতিপক্ষের ধারালো আক্রমণের মুখে পড়ে,প্রতিযোগিতায়, প্রতিনিয়ত পিছু হটতে হটতে-

হারিয়ে গেছে তারা,  
হিংস্র ভেটকি-চিতলের; রাক্ষুসে পেটের ভেতর-