দরকার পড়ে না চাষ করবার
কচুবন বেড়ে ওঠে স্ব-চেষ্টায়... স্ব-মহিমায়
প্রতিবেশী তো
অসূয়াটা কাজ করে চলে নিরন্তর; দু-তরফেই
‘বিশ্বকর্মা’ নাকি পৃথিবী গড়ার কারিগর
যাচাইয়ে যেতে চাই না সত্য, মিথ্যা কিংবা মিথের
তবে, পৃথিবীটা আপনা-আপনি গড়ে ওঠে নি; নির্মাণে কেউ না কেউ
নির্মাণেই সম্পর্ক ভালো অথবা মন্দ কেবল; আপনা-আপনি? মোটেও না!