পরীক্ষা নিরীক্ষার নামে ধুরন্ধর দুরভিসন্ধি
অনুপ্রবেশের চোরাগোপ্তা
চোরাস্রোতের চোরাচালান সর্বসমক্ষে, সবার অলক্ষ্যে-
তলে তলে যতই ঘাঁটুক
অপচেষ্টা যতই ঘটুক
জলে কাদায় গুলিয়ে দেওয়ার
বেনো জলে ভাসিয়ে দেওয়ার
কৃত্রিম কখনো বিশুদ্ধের বিকল্প হতে পারে না
জলই জীবন। তবে,
দূষিত জলে আবার জীবনহানির আশঙ্কা
মিশেলের দাপটে আসল বিপন্ন আজ,
প্রাণ ওষ্ঠাগত তার, বয়ে বয়ে এ নকলহার
বেঁচে থাকার জন্যে
টিকে থাকার জন্যে
বিশুদ্ধতা বজায় রাখার লড়াইটা যে চাই,
অস্তিত্ব রক্ষার লড়াই; দরকার যে ওটাই
মাতৃদুগ্ধ আদি, অকৃত্রিম
শুদ্ধ মাতৃভাষা নির্বিকল্প বিকল্পহীন
বিকল্প এর কোন!
না। হয় না
হতে পারে না
হবেও না কোনদিন-