দুর্বিনীত, উদ্ধত বরাবরই
জন্মক্ষণের প্রথম শ্বাস;
কলরব মুখরিত
ছিন্নভিন্ন আকাশ বাতাস  

প্রতিবাদ শুধু আমার নয়,
জীবনের জন্মগত অধিকার

মৃত্যুকে উপেক্ষা করেই জীবন
মৃত তো শুধু মেনে নেয়, নীরবে;
উপায় নেই তার বিকল্প আর কোনও
  
জীবনশূন্য প্রতিবাদহীন,
মুখ বুজে বয়ে চলে নিজশরীর; নিঃসাড় নিস্পন্দ