রান্না, রোজ স্বাদিষ্ঠ নাও লাগতে পারে
তবে, রাঁধুনির যত্নটাতো কম ছিল না!
প্রতিটা সৃষ্টি, তোমার নাও ভালো লাগতে পারে
স্রষ্টা কিন্তু, সমান আদরেই সবাইকে তৈরি করেছেন।
ভালো আর মন্দ তো দেখার গুনে
চাঁদের গায়েও তো কত বিচ্ছিরি দাগ!
নাই বা আমায় ভালোবাসতে পারলে
নিন্দে করার অধিকার! কে দিল তোমায়?