বাদা-বন কেটে আবাদ করলে
চাষ করলে; বাস করলে
তবে, এ জমি কার? কার এ লোকালয়?
সংরক্ষিত অঞ্চলের মানে বোঝো তো?
মানো তো সংরক্ষণের সীমারেখা?
নিয়ে আসো না, দুর্বৃত্তের মতো? তার মুখের খাবার!
তার বসবাসের, অবশিষ্ট জায়গাটুকুতেও নিত্য তোমার আনাগোনা
আচ্ছা, পেটের দায়ে বাঘে, কটা মানুষকে মেরেছে?
বরং মানুষের আক্রমণে আজ তারা বিপন্ন
আক্রমণ নয়; নেহাতই আত্মরক্ষার তাগিদে
আশ্রয় চেয়েছিল সে; বুদ্ধিমান, দয়াবানের কাছে-
আর,বদলে! আক্রমণের খোঁচায় চলে যেতে হলো তাকে; চিরতরে।