যা লুঠ করা যায়; তা যদি সম্পত্তি হয়!
নারী, তুমি সম্পত্তিই তো!
যা বেচা যায়; তা যদি পণ্য হয়!
নারী, তুমি পণ্যই তো!
আলু পটলের চেয়েও... সহজেই!নষ্ট করা যায়!
নারী, তুমি নষ্টাই তো!
ভাঙা গড়ার ক্ষমতা; যদি শক্তি হয়
নারী, তুমি শক্তিই তো!
যার জন্য জীবন পেলাম; কোলে যার ধন্য হলাম
মাগো! তুমি নারীই তো!
ভালোবেসে যারে পেলাম; ভরিয়ে দিল যে ভালোবাসায়
স্ত্রী, তুমি নারীই তো!
যারে পেয়ে ঘর আলো; যার বিহনে শূন্য হল
মেয়ে রে! তুই, নারীই তো!
ভালোবাসায় আর সম্মানে; সারা পৃথিবী আজ অভিবাদনে
নারী, তুমিই মহীয়সী তো!