ধারালো অস্ত্রের কোপে
থরে থরে সাজানো ধড়মুণ্ডুহীন কাটা পা পড়ে আছে খালি!
ফেলে রেখে অবশেষ;  
সফল, ফিরে গেছে তারা, ফসলসাফল্য নিয়ে, ঘরে-      

মাঠ জুড়ে আজ,  
খাঁ খাঁ শূন্য কেবলই চোখে পড়ে  
পীড়া দেয় চোখে; বিকৃত অবয়বের সারি              
            
রুক্ষ রিক্ত শুষ্ক নাড়া
তাও, পোড়াতে ভয় পায় লোকে, দূষণ ছড়াবে বলে!  

নিষ্ফল বিফল যে সব জীবনব্যর্থতা
শস্যহীন অসার চিটে  
লুকিয়ে রেখেছি যাদের, লোকচক্ষুর অন্তরালে, আড়াল করে!  
তারাই, আজ, এই হেমন্তসকালে-    
ঝরে পড়ে অগোচরে
মাঠে ঘাটে পথে প্রান্তরে        
ফসলহীন অসফল ঝাপসা কুয়াশা হয়ে!