সমঝোতা না হওয়ায় ইস্তফা গৃহীত হয়;
পারস্পরিক সমঝোতায়
তারপর, অনেকদিন একা একা... একা থাকা
হঠাত কেমন করে যেন দেখা হয়ে গেল আজ, অনেকদিনের পর
ফেরাতে গিয়েও, মুখ ফেরাতে পারিনি; দুজনেই,
টুকটাক এটা সেটা, বিষয় সামান্যই, ঘর গেরস্থালি
যাই যাই করেও যাওয়া হয়না, দুজনারই
জমানো কথার অফুরান যোগানে কথা যেন আর শেষ হতে চায় না!
থাকবার ইচ্ছাটা প্রবল হয়ে ওঠে; একসঙ্গে থাকার
আরও একবার,
তবুও, হয় না অবশেষে-
সুযোগের আবেদনের সুযোগ মেলে না বোধহয়; বারবার
জীবন হয়তো এমনই;
শত চেষ্টাতেও আবেদন অনুমোদন করে না; পুনর্বহালের-