খেজুর গাছ চোখেও পড়ে না মোটে
তবু
থরে থরে সাজানো নলেন গুড়ের কলসি;  
মোলায়েম নলেনে মজে আছি একেবারে।
মন্থনে উঠে আসে অমৃত
গরলও পিছু পিছু।
এক রতি বিষ
অমৃতকেও নষ্ট করে দেয়।  
সহজ সম্পর্ক  
সমান্তরাল সরলরেখায় চলে না আজকাল  
দিনকে দিন জটিল আবর্তে জট পাকিয়ে;
মিথ্যে প্রেম আর নিপুণ অভিনয়ের সম্পৃক্ত ককটেল;
কখনো মনে হয়
স্বর্গসুখে; বেশ আছি!  
কখনো বা
ছেড়ে দে মা কেঁদে বাঁচি!