একই রঙে, রাঙা দিনমণি ঊষায় অথবা সন্ধ্যায়।
হরষেও আসে জল, চোখ ভরে যায় ব্যথায়।
ফুল দিয়ে শোভে খোঁপা, ফুল দেয় উপহারে।
ফোটে ফুল, তারও জন্যে আছে যে আকাশ পারে।
মুখ খানি তার, হাসিটি অপার - দেখে হয়ে যায় ভুল।
গভীর প্রেম বা প্রতিহিংসায় এক, অবিকল – নির্ভুল।
জোয়ার – ভাঁটার একই টানে গুলিয়ে যায় দিক
মিশে গেছে ভালোয় – মন্দয়, ঠাহর হয় না ঠিক-বেঠিক।
ট্রেনের আওয়াজ শুনে বোঝা দায়, সে এলো? না চলে যায়?
কাঁদতে কাঁদতে যে জন্মায়, চলে গিয়েও সে কাঁদায়।