শরীর বলে,
কোনো কাজ করবো না আমি
সব রকম পরিষেবা বন্ধ
শরীর ‘মড়া’ হয়ে গেলো এক নিমেষে।

মন বলে,
বেশ, আমিও তবে দিই কাজ বন্ধ করে
জীবন্ত শরীর অকেজো।
নামটা এখন কি দেবো, এই অকেজো দেহটার?
  
বন্ধু, তুমি আছো পাশে
বল পাই মনে, তোমার ভরসায়-  
আছো ঠিকই।  তবে, লুকিয়ে ছুরিখানি-অন্য হাতে
ডাকবো কি নামে তোমায়?

জীবন আমার ভরে আছে তোমার ভালোবাসায়
মন আমার খবর পেলো আজ, তোমার নিখুঁত অভিনয়ের;
কি নাম দেবো এই প্রেমের?

বিশ্বাসের মোড়কে অবিশ্বাস আর প্রেমহীনতা
চলে অবিরাম;  
চলে না মন আর শরীর - পা মিলিয়ে।