পৃথিবীর বুকে
সব প্রাণী নাকি একসঙ্গে আসে নি
এসেছে একে একে
মাছ-সরীসৃপ–উভচর...মানুষ।
ফুল থেকে ফল। আবার,ফল থেকে বীজ।
মধ্যবর্তীতেও তো কিছুটা সময় ধরা ছিল;
নদীর বুকে দুটো ঢেউয়ের মাঝে যেমন।
ধরতে পারি না সব
কত কি অধরা থেকে যায়!
সাঁকো পেরিয়ে এপার থেকে ওপার
মাঝখানে, সাঁকোর ওপরেও তো কিছুটা সময়;
ঠিক কোন মুহূর্তে
ছোটোবেলা যে যৌবনে ঢুকে পড়ল!
সরস্বতী পূজোয়
তোমায় দেখলাম প্রথম শাড়ি পরে।
পুষ্পাঞ্জলি দিতে দিতে... হঠাৎ
হঠাৎ...কেমন করে
মনে হচ্ছে; বড় হয়ে গেছি।