অতঃপর পা বাড়ালাম আমরা
যে যার ঘরের দিকে...
হাত বাড়ালাম যে যার কাজের দিকে
তবু মুখ ফেরাতে পারলাম কই!
মনটা পড়েই রইল ফেলে আসা সেই মিলন আঙিনায়
যদিও, বিচ্ছেদের ভার গ্রাস করেনি এখনো
তবু, কাজে মন বসাতে পারি কই!
এখনো মিলনসুখে
পথের বাঁকে যতদূর চোখ যায়
পরস্পর দৃষ্টি বিনিময়...
কিছুটা পরাগরেণু
লেগেছিল তখনো প্রজাপতিটির পায়
বিচ্ছেদের যন্ত্রণা ভুলে
উড়ছিল মিলনসুখ
রঙিন ডানা মেলে; পরস্পরে তখনো