আগাগোড়া লাল কার্পেটে মোড়া
মহোৎসব অঙ্গন
উষ্ণ অভ্যর্থনার সাদর আয়োজন
আন্তরিক আতিথেয়তার সুবাস প্রাঙ্গণময়
সুখবৃষ্টি যেমন আনন্দের বাঁধভাঙা খুশি নিয়ে
সুঘ্রাণ ছড়ায় প্রান্তরময়-
থেকে থেকে বিদ্যুতের জমকালো ঝলকানি
হাজারো ক্যামেরার উজ্জ্বল ফ্ল্যাশলাইটের মতো
সুখছবি ভেসে ওঠে চোখের সামনে, চকিতে
আবার মুহূর্তেই মিলিয়ে যায়,
বোঝার উপায় নেই, এত দূর থেকে-
তবু, আয়োজন বুঝে নিতে অসুবিধে হয় না
আয়োজন; মেঘের ওপারের চলমান বৃষ্টি মহোৎসবের