ব্যক্তি যখন সমষ্টির মধ্যে প্রবাহিত
তখনই সে নদী
আমি নদীর অংশ ভেবে
বুক ফুলে ওঠে আনন্দ অহংকারে-

একের মধ্যেই একতার যোগাযোগ
অনেকের মধ্যে যেমন এক
শুধু মাটির নিবিড় যোগ থাকতে হবে সঙ্গে

মাটির সঙ্গে যোগাযোগ যেখানে যত ক্ষীণ
প্রাণবায়ু সেখানে তত কম পৌঁছয়
আর তাই তো, যে গাছ যত লম্বা
ততই সে মাটিহারা-

উচ্চতা নিঃসঙ্গতা আনে বুঝি তাই

ঘাসেরা, মাটি ছাড়েনা কক্ষনো,
কামড়ে পড়ে থাকে
ওরা,
বাঁচে একসাথে
মরেও একসঙ্গে

ওরা মানে
ওরা জানে
সামাজিকতার শক্ত বাঁধনের মানে