মেঘেদের দূত করে
যে মহাকাব্য রচনা করেছিলে তুমি
সুললিত শব্দ ঝংকারে আর সুমধুর অনুপ্রাসে
আজও তা রয়েছে অমলিন, অতুলনীয় হয়ে
হে, মহাকবি।
মেঘেদের তাই ভুলি নি মোরা আজও।
সসাগরা পৃথিবী জুড়ে রয়েছে
সহকবি বন্ধু সকল
উপায় নেই দেখা হওয়ার
একে অপরের সাথে।
একে অপরের সাথে-
উপায় নেই, মনের কথা বলার।
উপায়; করে দিলে তুমি
হে, মহাকবি।
হৃদয়ের কথাগুলো সাজালাম মোরা একে অপরে
হৃদয় দিয়ে-হৃদয় ভরে
পাঠিয়ে দিলাম সবাই; মেঘেদের স্তরে স্তরে
রেখে দিল মেঘ তারে অতি যতন করে
আপন হৃদয় মাঝে।
ব্যস্ততার মাঝে-
বা, সকল কাজের শেষে
নিজ নিজ সময় মতো
নিচ্ছি মোরা পেড়ে। একে অপরে
সহকবির হৃদয় বারতা
মেঘেদের হৃদয় হ’তে।