চরম সিদ্ধান্ত অতঃপর
অতল ভাগীরথীর বুকে; মাতৃত্বের হস্তান্তর
মাতৃত্বের মহান গরিমা
সামাজিক সীলমোহরেই কেবল,
অন্যথায়, কলঙ্কের কালো কালিমা
প্রকাশ পাওয়ার আগেই, তাই
শেষবারের মতো-
ঢাকা সরা সরিয়ে, দেখে নেন কুমারী মা,
আপন সদ্যোজাতের মুখ,
স্রোতে ভর করে অন্য কোথাও, ভিন্ন পরিচয়ে বরং সে, বেড়ে উঠুক-
...তারপর, সারা জীবন শুধু, তাকেই খুঁজে চলা-
শহর সম্প্রসারণের ঢাকনায়, ঢাকা পড়ে গেছে
বাতাসের গায়ে দোলখাওয়া মাঠভরা কাশ
শিউলির মিষ্টি সুবাস
তবুও আশ্বিন মাস; মা আসছেন, মাতৃত্বের পথ ধরে...