মাতৃ বন্দনায় আলোকিত মাতৃ দিবস
ঝলমল করছে ফেসবুক আর হোয়াটস অ্যাপের পাতা!
এতই যদি আলো!
তবে অন্ধকার কেন ঘন হয়ে বসে আছে
আমার মায়ের চোখের জলে!
ঘোলাটে জলকে নির্মল বললে কি আর!
তবু এই ভালো
অন্তত একটা দিন কাগজে কলমে!
মাগো, আমিও যে দোষী অন্যের মতো
পারলে ক্ষমা করে দিও তোমার অধম সন্তানেরে!