মাউন্ট এভারেস্টের চূড়ো ছুঁতে পারিনি বলে  
কোন আফসোস করি না  
“সোনার তরীর” ছোঁয়ায় ধন্য হয়েছি -রবীন্দ্রনাথে!  

কৃষ্ণের মোহন বাঁশি শুনতে পাইনি বলে
কোন দুঃখ করি না
“বিষের বাঁশির” সুরে পাগল হয়েছি -নজরুলে!

ভিসুভিয়াস দেখিনি
তবে, সামান্য একটা “দেশলাই কাঠির”
অগ্ন্যুৎপাতে; ছারখার দেখেছি -সুকান্তে!    

“রূপসী বাংলার”
নদী-নালা-মাঠ-ঘাটে    
এক পৃথিবী আনন্দ! পেয়েছি -জীবনানন্দে!        

দেবতাদের স্বর্গ দেখা হয় নি বলে
কোন দুঃখ করি না মনে
শব্দের স্বর্গে দেবতা দেখেছি যে!