প্রেম যখন একতরফে; নাছোড়, একবগ্গা
অন্যতরফ তখন শর্ত চাপায়; অমানবিক
রাক্ষসী হিড়িম্বার তবু কপাল ভালো,
শূর্পণখার দশা হয় নি, তার!
অতঃপর ঘটোৎকচ কোলে এলে
মধ্যমপাণ্ডব ফিরে গেলেন, ফেলে
না! আর কোন আশা নেই, ফিরে আসার!
পাথরের তবু,
সম্ভাবনা থাকে
আশা থাকে
মাটি হয়ে, মাটির সঙ্গে মিশে যাওয়ার!
নিষ্প্রাণ ধাতুকে,
যতকালই রেখে দাও না কেন
মাটির সঙ্গে
মাটির কোলে
কোনদিন প্রাণবন্ত মাটি হয় না, সে!
হিমের আঁচল ঢাকা
রাক্ষসাকার ঘন পাইনের অন্ধকার ছায়া
সমাজ থেকে
লোকালয়ের, লোকচক্ষু থেকে
অনেক দূরে; নির্জন-নির্বান্ধব-নিরালা
রাক্ষসী হিড়িম্বার নিষ্ফল ধাতব গোঁঙানি
মানবিক মাটির স্পর্শ খুঁজে ফেরে... আজও!