নতুন বউয়ের টানটান করে চুল বাঁধা
আর, পাটভাঙা শাড়ি পরা দেখলেই
বুঝতে পারি, তার স্বামীটির আসার সময় হয়েছে!
আর, সময় হয়েছে প্রতিদিন ক্লান্তিহীন একই প্রশ্ন, আর তার একই উত্তরের
- “আমায় কেমন লাগছে?”
- “খুব সুন্দর।”
আর, এইটুকুতেই একটা ভালোলাগা!
আসলে, ভালোলাগা থেকেই তো একটা সৃষ্টির... জন্ম নেওয়া!
অন্যকে ভালো লাগানোর তাগিদটা ছিল বলেই তো সৃষ্টির প্রকাশ!
তবু, সব সৃষ্টি সবার ভালো লাগে না
বা, রোজ রোজ চুল বাঁধাও হয় না... পরিপাটি করে
আর সেইজন্যেই তো ক্লান্তিহীন একই প্রশ্ন...
- “আমায় কেমন লাগছে?”
না হয়, একটা মিথ্যে সান্ত্বনা - “খুব সুন্দর।”
জগতে এত মিথ্যের ভিড়ে এটুকু মিথ্যে না হয়...
থাকুক না... সৃষ্টির প্রেরণা যুগিয়ে!