আকাশমণি রূপবতী হয়নি তখনও,
হেলেদুলে খেলে বেড়াতো ঘাসেদের সঙ্গে; অক্লেশে
তারপর ক্রমে ক্রমে; রূপের দেমাক নিয়ে
আলাদা হল সে,
ঠিকানা বদলে ফেলল নিজের;
মাটি ছাড়িয়ে ওই উঁচু মগডালের আকাশসীমায়
অতি সাধারণের হারানোর কিছু নেই; তবু,
বিসর্জন দিতে পারে না, আত্মসম্মানবোধটুকু
সমঝোতা করতে পারে না
কোন কিছুর বিনিময়েও, নিজেকে বিকোতে
মাটি কামড়ে পড়ে থাকতে পারে না, অপমান সহ্য করেও;
তাইতো, কোন ঘাস দেখিনি অহংকারী আকাশমণির পায়েরতলায়!