জোড় বাংলো,শ্যাম রায়
জাগায় অবাক বিস্ময়
সর্ব মঙ্গলা, দেবী মৃন্ময়ী
চির কালের চেনা, আনন্দময়ী
কামান, দল মাদল
বুকে হাজার হাতির বল
হাজির, হাম্বীর
একাধারে কবি যিনি, একাধারে বীর
তবুও, বল-প্রতাপ-শৌর্য
কালের করাল গ্রাসে ধ্বংস
অমর সৃষ্টি অবিনাশী
দীপ্যমান শিখায় সদা উজল উদ্ভাসি
বাজিয়ে বিজয় তূর্য
কালোত্তীর্ণ রাসমঞ্চ
মন্দির নগরী মল্লভূমি
ধন্য, ধন্য তুমি; তোমায় প্রণমি-