সৃষ্টি শুধু সুখ দেয় না
যন্ত্রণাও দেয়।
চড়াই-উতরাই, আশা-নিরাশা
অপেক্ষা আর উৎকণ্ঠার পথ পেরিয়ে
একটু একটু করে। অনুভবের নিক্তিতে মাপা;
তারিয়ে তারিয়ে পাওয়া; সে সুখের আস্বাদ!
তঞ্চকের সাধ্য কি সেটাকে বোঝার!
সৃষ্টি কোন সম্পদ নয়
দুর্বৃত্তের ক্ষমতা কোথায়? তাকে কেড়ে নেওয়ার?
তার প্রসন্ন হওয়া মিথ্যে আত্মপ্রসাদে
নিজের অক্ষমতা ঠিকানা খুঁজে নেয় পরের সৃষ্টির মাঝে
সৃষ্টির বদল হয় সম্পদে... তার কাছে!
মালিকানা প্রাপ্তিতেই... কেবল তার তুষ্ট থাকা...
আর, স্রস্টার ভাবনায়! “সম্পদের” জায়গা কোথায়!
সে যে বেরিয়ে পড়ে পথের ঠিকানায়...
পরম উল্লাসে; সৃষ্টির নব উন্মেষে।