আমি, বউ আর ছেলে
সংসার তিনে মিলে।
একটা কাজ; ভালো অথবা খারাপ
সমর্থন দিয়েই তার, হয় পরিমাপ।
হয় না বিচার তার - ভালো গুণ দিয়ে
ভালো-মন্দ মাপা হয় সমর্থন দিয়ে।
হয়তো বউ, নয়তো বা ছেলে
অন্তত, একজনের সমর্থন পেলে
ভালো কাজ বন্ধ হবে
তরতরিয়েই মন্দ চলবে
মন্দ না ভালো, ঠিক না ভুল
পাল্লাভারি যেদিকে, সেটাই ঠিক-বিলকুল।