সমর্থক দরকার; অন্তত একজন
ফাঁকা গ্যালারিতে কি আর খেলা জমে?
লাইক চাই; অন্তত একটা
নয়তো, এত খেটেখুটে ফেসবুকের ওয়ালে পোস্টিংটার,
কোন মানেই থাকে না যে!
বিজয়ের হাজারো মশালে
যখন আনন্দ উচ্ছ্বাস গ্যালারি জুড়ে
বর্ণময় আনন্দ উদযাপন সারা মাঠময়...
পরাজয় মুখ লুকোয় তখন; একচিলতে ঘন অন্ধকারে
তবুও, লক্ষ বিদ্রূপ বেজে ওঠে, তাকেই লক্ষ্য করে
তখন একটা অন্তত; অন্তত একটা
সমর্থনের দরকার ছিল; তারও-
অনুপ্রেরণার প্রয়োজন ছিল বড়ো
বোঝানোর জন্যে তখন; শেষবারের মতন
পরা-‘জয়’ এর পরেই তো জয়!
জীবন তো একটাই!