নির্লজ্জ বৃষ্টিধারা ঘিরে ধরে;
সম্মিলিত প্রয়াসে
একা অসহায়কে, একা পেয়ে;
উলঙ্গ নৃত্যে আমোদ করে অবিরাম নিন্দা বর্ষণে...
পরম মমতা ভরে আশ্রয় দিয়েছিল যে দণ্ডটি-
খড় কুটোর মতো ভেসে যাওয়া নিরাশ্রয় একা, এক কলমি শাখাকে
দাম তৈরি করে তারই চারিধারে
শ্বাসরোধ করতে উদ্যত হয়েছে সে আজ;
সেদিনের সেই, আশ্রয়দাতাকেই।
মাঠ-ঘাট, ঘর-সংসার, স্কুল-কলেজ, অফিস-আদালত
‘লবি’ময় আজ। ‘লবি’ যার মাটি তার।
মেলাতে পারি না নিজেকে। ভরতে পারি না কোন নির্দিষ্ট খোপে
পীড়িত, প্রহৃত, অসহায় মনে হয়
বয়ে নিয়ে চলি; কোলাহলক্লান্ত মনটাকে
একা... কোনমতে, মেঠো আলপথ বেয়ে