(১)

পাঁচ আঙুলে মুষ্টিযোগ
পাঁচ লাইনে কাব্য হোক
       মাত্রা সুষম
       ছন্দ অসম
তাও, লিমেরিক জয়ী হোক।

  (২)

দেহ আমার দেহই খোঁজে
জ্বালা তবু জুড়োয় না যে
      শুধুই ধাওয়া
     হয় না পাওয়া
শান্তি মনে পেলেম না যে।