সময়টা ভাদ্রের
সময়টা
নিশ্চিত এক অনিশ্চিতের
এই গনগনে রোদ্দুর। আর, এই ঝমঝমে বৃষ্টির
সময়টা
শিশু ধানগাছের
বয়ঃসন্ধিক্ষণের কৈশোরে পৌঁছনোর
সময়টা
দুঃখী মনটার
আমোদে সুবাসে শিউলি হয়ে ওঠার
সময়টা
পুজো পেয়ে সামান্য খুঁটির অসামান্য হয়ে ওঠার
‘মা’ এসে পড়লো বলে!