খিদে কি তোমার একান্ত অনুগত কেউ ?
যে ঘড়ির কাঁটায় কাঁটায়;
হাজিরা দেবে সে, তোমার সাজানো ডাইনিং টেবিলে!
গনগনে আগুনের কবল থেকে নিজের শরীরটাকে বাঁচাতে
উনুনেরও দরকার পড়ে একটুকরো কয়লার আশ্রয়!
আর, তুমি তো-
সামান্য একটা প্রাণী বই আর কিছু নও!
টানা চব্বিশ ঘণ্টা অভুক্ত থাকার পরে
শুধু, একথালা ভাত;
ঠিক তোমার নাগালের মধ্যে-
একবার পরীক্ষা করে দেখো!
নুন আনার সময়টুকু... দিতে পারো কিনা?