মখমলের মতো নরম ঘাসে ভরা মাঠ
যত দূর চোখ যায় - তত দূর সবুজ আর সবুজ
খেতে খেতে মুখ তুলে তাকালো, দুধসাদা রঙের গাইটি
মুখে তখনও কতগুলো আধ খাওয়া ঘাস ঝুলে আছে,
কালো শিং দুটো নাড়িয়ে-ডাগর চোখ দুটো দিয়ে-দেখে দূরের পানে
যেখানে - নীল আকাশ নেমে এসেছে সবুজ ঘাসের কাছাকাছি
এতটা ফাঁকা দেখেনি সে-তার, এত বড় জীবনে
কোত্থাও কোনো পাঁচিল নেই-বেড়া নেই
শুধু আছে, দূর দিগন্তের দিকে ছুটে যাওয়ার আকুল হাতছানি
ইচ্ছেটা জেগে উঠল - খড়ের গাদায় আগুন লাগার মতো
প্রথমে একটু একটু, তারপরে উদ্দাম - বাধাহীন
দৌড় লাগালো সে, নিশির ডাকের আহ্বানের মতো
কিন্তু হায়! দু কদম এগোতেই-
খিঁচে টেনে ধরলো, মাটি কামড়ে থাকা জগদ্দল পাথরের মতো
পায়ে বাঁধা খোঁটাটি।