খেলনা নিয়ে খেলার বয়েস মেয়েটার
ঘটনাটার পর থেকে
কেমন থম মেরে; ভয়ে কাঁটা হয়ে আছে একরত্তিটা।
গায়ে হাত দেওয়া যাচ্ছে না
বড়ো যন্ত্রণা তার, সারা শরীর জুড়ে।
উপশম দিতে; মা দিলেন খেলতে
বড়ো আদরের বার্বি পুতুলটাকে।
তৎক্ষণাৎ সে
ভয়ংকর বর্বরতায়, বার্বিটার জামা খুলে, তার মাথা দুমড়ে মুচড়ে দিলো।
আর,পাশটায় নীরবে রেখে দিলো; স্পাইডারম্যানের মুখোশ।
স্কুলের বাথরুমে ঘটে যাওয়া
ভয়ংকর ঘটনার অভিঘাত ফিরে আসে তার মনে- এমন করে!
নিজের শরীরটা যে এতো বড়ো খেলনা!
জানা ছিলো না তার। জানার কথাও নয়
আর,যার জানা ছিলো; তাকে পশু বললে পশুত্বেরই অপমান
ধিক! ধিক! ধিক!
ওরে নরাধম
নরকের কীট।