নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী মাপা অভিনয়
একটু এধার ওধার হলেই; উইংসের ধার দিয়ে খেই ধরিয়ে দেওয়া
জীবনে অবশ্য এরকম বাধ্যবাধকতা নেই
পথ, বেছে নেওয়া যায় অনায়াসে
পুরো তিনশো ষাট ডিগ্রির...
তিনশো ষাটখানার যে কোনো এক কৌণিক বিন্দু
শুধু, গোলকধাঁধায় পথ হারালে...
পাশে থাকে না কেউ...খেই ধরিয়ে দেওয়ার
আসলে জীবনটা একটা সুতোর গোলা
ঠিকঠাক টানে...
পরতে পরতে তার মসৃণ নিরাবরণ
আর, একটু এদিক ওদিক হলেই খেই হারিয়ে... তালগোল।