হাত পেতে কিছু নিতে
তোমার বাড়ানো হাতটা ধরিনি।
দুজনের স্বপ্নদেখা মিলেমিশে একাকার হল আজ!
একটা নতুন কিছু গড়ে তুলবো
যেটা, আর কেউ পারেনি আগে
পারবেও না আমাদের পরে!
তবু,সাগরের সব ঢেউ কিনারার খোঁজ পায় না।
মাঝপথ থেকে ফিরে যায় ভালোবাসাও।
দুঃখ পেলেও, দোষ দেব না তোমায়।
কথা রাখার দায়ে কর্তব্য পালন থাকে
প্রেম নয়;
সহানুভূতি দিয়ে আর যাই হোক, ঘর গড়া যায় না
প্রেমহীন জীবনে প্রাণের লক্ষণ কোথায়!
মন থেকে ভালোবাসলে, তবেই এস
শুধু শুধু, চুক্তিরক্ষা করতে গিয়ে
সারাজীবনের মতো শিকল দিয়ে বেঁধে, নষ্ট করো না আমাদের সুন্দর সম্পর্কটাকে।