হাত ছিলো না শুরুটায়
শেষটাতেও নয়।
মধ্যবর্তী সময়;
আমিময়।
আপন সৃষ্টিতেই পরিচয় মোর    
উত্তরাধিকারে পাওয়া? সে তো অন্যের।      
পর দুঃখে পোড়ে মন যদি
সুকর্মে সদা  থাকে যদি মতি    
বিদায় বেলায় যাওয়াটা নিশ্চয়  
হবেই পূর্ণ মর্যাদায়।


( রচনাটি শ্রদ্ধেয় কবি খলিলুর রহমানকে উৎসর্গ করলাম।)