সামান্য চোর
কি সুন্দর বুঝে যায়!
খালি চোখেও; একবারও ভুল করে না
আসল না গিল্টি!
আর, আমি
কষ্টিপাথর নিয়েও
জীবনভর...
ঠকে গেলাম; বারে বারে!