তোমায় সুখ দিতে চেয়েছিলাম-
দুঃখ ফেরত দিয়েছো।
মধুর সঙ্গটাও নাওনি-
ফিরিয়ে দিলে কটু কথায়।
কথা বলতে চেয়েছিলাম আগ্রহে-
অবজ্ঞা পেয়েছি অনাদরে।
ভালোবাসাটা ধরে রাখতে চেয়েছি-
মুখ ফিরিয়েছো দারুন ঘৃণায়।
আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম-
সরিয়ে দিয়েছো দূরে।
সরতে সরতে এক আলোকবর্ষ দূরে-
পরস্পরে।
এখনও দোষ দাও আমায়-
কাছে নেই বলে।