মহামারী রোধে আইসোলেশন
আদতে তো এক গৃহবন্দি দশা!
ব্যবস্থাটা বেশ বিরক্তিকর
তবু সব খারাপের মধ্যে ভালো
নিকষ অন্ধকারেও একচিলতে আলোর রেখার মতো, আশা একটু,
নৈকট্য কাছে আনে-
ব্যবস্থাটা বেশ কার্যকর
ছিন্ন সম্পর্ক জুড়ে দেবার জন্যে
এমারজেন্সি সার্ভিস আমার
উপায় নেই ঘরে থাকার
তার ওপরে ভুলো মন
মাস্ক... স্যানিটাইজারের ব্যবহার, বারবার
বেরনোর মুখে সে সব গুছিয়ে দেয়
ঘণ্টায় ঘণ্টায় মনে করিয়ে দেয়, ফোনে
এতদিনে, একবারও ভুল হল না তার!
দুরত্বের বাধা নিকটেও টানে, কখনো-সখনো