উপলক্ষ্য তো সাকল্যে তিন মিনিটের এক কবিতা পাঠ
আর তার জন্যে মহার্ঘ্য রবিবারটাকে শহীদ হতে দেওয়া! “নৈব চ নৈব চ।”
তার ওপরে গোদের ওপর বিষফোঁড়ার মতো
তিন-তিন, ছ’ঘণ্টার এক ক্লান্তিকর পথযাত্রা!
তবুও, অগত্যা... “অনুরোধে ঢেঁকি গেলা”
উপলক্ষ্য তো চাঁদ
তবুও, চাঁদের পাশাপাশি হাজার তারার ঝলকানি
কবিতা পাঠের চাঁদের হাটে
ডুবে যাই কখন নিজের অজান্তে
বিদ্যুৎ চমকের সম্মোহনে
নিবিড় আপ্যায়ন আর অন্তরঙ্গ আলাপনে
উপলক্ষ্য তো স্রেফ অনুরোধ রক্ষা
তবুও, ফেরার সময়; ফিরতে চাইছিল না মনটা-
থাকতে চাইছিল, দুর্লভ মহার্ঘ্য চাঁদের হাটের সঙ্গে
আলাপনের রঙিন আলপনা এঁকে এঁকে আরও একটু,
আরও একটু বাড়তি সময়,
সময় থেকে চুরি করে করে বেড়ে ওঠে, বড়ো ভালোবেসে
বাড়তি হয়ে থাকতে চায় একসঙ্গে আরও একটু; লিপ ইয়ারের মতো-