কাল রাত্তিরের ঝড় বৃষ্টিতে-
গাছপালা উপড়ে,ডালপালা ভেঙে,ঘরদোর-রাস্তাঘাট একেবারে লণ্ডভণ্ড।
একটা ছোটখাটো যুদ্ধ পরবর্তী অবস্থার মধ্যে রয়েছি যেন!
তবে, কদিনের অসহ্য গুমোটটা কেটে গিয়ে-একটা মিষ্টি মিষ্টি ভাব।
আসলে, ভেতরে ভেতরে গুমরে মরার চেয়ে অশান্তিই ভালো!
শ্মশানের নীরবতায় কি আর, শান্তি মেলে?
আমি শান্তি চাই না
তুমি বরং একপ্রস্থ; যুদ্ধই করো।